মুনতাহার খুনি মারজিয়া ছিলো মুনতাহার গৃহশিক্ষক

Web Designer
0


মুনতাহা খুনের কারণ....🥲


মুনতাহার খুনি মারজিয়া ছিলো মুনতাহার গৃহশিক্ষক। মারজিয়া মুনতাহাকে টিউশনি পড়াতো। কিছুদিন আগে মারজিয়ার সাথে মুনতাহার পরিবারের কিছুটা মনমালিন্যতা হয়। যার কারণে মুনতাহাকে টিউশনি পড়ানো বন্ধ করে দেয়। এতেই মারজিয়ার ক্ষোভ তৈরি হয়। 


কিছুদিন পর মারজিয়া মুনতাহা এবং তার বড় বোনের কাপড় চুরি করে ধরা খায়। তখন উভয় পরিবারের মনমালিন্যতা আরো বাড়তে থাকে। মুনতাহার পরিবার বলছে মারজিয়া হয়তো এসব কারণেই মুনতাহাকে খুন করছে। এছাড়া মারজিয়ার সাথে তাদের কোনো সমস্যা নেই।


প্রশাসনের জিজ্ঞাসাবাদে মারজিয়া আরো তিনজনের সহযোগীয় খুনের কথা স্বীকার করলেও কি কারণে সে খুন করেছে সেটা প্রশাসন এখনো প্রকাশ করেনি। আশাকরি শীঘ্রই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সেটা জানিয়ে দেবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)