হাসান আজহারী এবং মোস্তফা আজহারী সাহেবরা যেহেতু নতুন করে ঈমান নবায়ন করেছেন কালেমা পড়ে, উনারা কি বিবাহও আবার নবায়ন করেছেন?
এরা অন্য ঘরনার আলেমদের সাথে মেশার কারণে কাফের হয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতে আবার ঈমান এনেছেন। কিন্তু তারা যখন ঈমান হারিয়ে ফেলেছে তখন তাদের স্ত্রীরা মুসলমান ছিলো। শরিয়তের মাস'য়ালা হলো, স্বামী-স্ত্রী দুইজনের মধ্যে কেউ যদি ঈমানহারা হয়ে যায়, তাহলে সাথে সাথে বিবাহও ভঙ্গ হয়ে যায়।
তাদের প্রতি অনুরোধ থাকবে, বিবাহটাও প্রকাশ্যে আবার নবায়ন করে নিন। না হয় সারাজীবন যিনা করে যাবেন আপনারা।