
এমন সময় মা কে বলতে পারলাম না টাকা খরচ করে ফেলেছি আবার দাও
বন্ধু Md Murad Ahmed আমার সাথে ছিল বললো কি লাগবে?
বললাম যা লাগবে তুই দিতে পারবি না পরে জোর করলো তখন থাকে বললাম মায়ের ঔষধের টাকা খরচ করে ফেলেছি এখন টাকা নেই আর মা বললো তাড়াতাড়ি ঔষধ নিয়ে যেতে,
আমাকে বললো আমার কাছে তো টাকা নেই আচ্ছা দাড়া তুই আমি আসছি বলে বাড়িতে গিয়ে তার বাবার আগামীকাল চোখ অপারেশন আর সেই চোখ অপারেশনের টাকা থেকে চুরি করে এনে আমাকে টাকা দিলো দিয়ে বললো চল মায়ের জন্য ঔষধ নিয়ে আসি, আমি তার দিকে তাকিয়ে বললাম এটা কি করলি তর বাবার চোখ অপারেশনের টাকা এটা নিয়ে যা, আমাকে বললো আমার বাবার চোখ অপারেশন কালকে আর তর মা অসুস্থ আজকে চুপচাপ আমার সাথে আয় বলে আমাকে ঔষধ কিনে দিয়ে বাড়িতে এনে দিলো। এরকম ছিল মুরাদ একজন বন্ধু হিসাবে।
আমি বাইক এক্সিডেন্ট করার পর হাস্পাতালে আমার হাত একবারের জন্য ও ছাড়লো না
আমার পাশে ছিল এরকম বন্ধুর জন্য মন কাদবে নাই বা কেন 😭 আর আমার বন্ধুর এক্সিডেন্টের সময় আমি থাকতে পারলাম না তার পাশে, কতই না মনে হয় কষ্ট হলো আমার বন্ধুর,
এম্বুলেন্স থেকে তার মরা দেহ যখন নামাচ্চিলাম রোহ কেপে উঠলো বিশ্বাস করতে কষ্ট হচ্চিলো সে আর নেই।
সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার কবরের জীবন সুন্দর করে দেন, জান্নাতুল ফেরদৌসে দান করেন।