মোঃ ফরহাদ আলম, সংবাদকর্মী।
গত শুক্রবার নরসিংদী জেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম এসাইনমেন্ট কভার করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার পরিবারের সাথে মতবিনিময় করে দলটি।
পুরোটা অনুষ্ঠান ছিল শৃঙ্খলায় পরিপূর্ণ। তাদের সেচ্ছাসেবকদের তৎপরতা দেখে বিস্মিত হলাম। যথারীতি অনুষ্ঠান চলছিল। প্রধান অতিথি জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান মহোদয় বক্তব্য রাখলেন। শ্রোতাগণ মন্ত্রমুগ্ধ হয়ে তা শ্রবণ করলেন। আমীর শহীদদের পিতা ও সন্তানদের বুকে টেনে নিলেন। খোঁজ খবর নিলেন প্রতিটি পরিবারের।
পেশাগত জীবনে বহু অনুষ্ঠানে যাবার সুযোগ হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানের শেষের দিকটা দেখে আমি আরও বিস্মিত হলাম। যেখানে মানুষ এক প্লেট খিচুড়ি বিতরণ করেও ছবি তুলে সেখানে আমীর মহোদয় শহীদদের পরিবারের মাঝে ৩৮ লক্ষ টাকা বিতরণ করেছে। কিন্তু কোন প্রকার ছবি তুলেনি। প্রথম সারির সকল মিডিয়া উপস্থিত ছিলেন। তবুও আমীর মহোদয় কাউকে টাকা বিতরণের ছবি তুলতে দেননি। তিনি বলেন, শহীদগণ সম্মানিত। তাদের পরিবারও আমাদের কাছে সম্মানিত।
দেশপ্রেমিক শহীদদের প্রতি জামায়াত আমীর মহোদয় যে সম্মান দেখিয়েছেন তা সত্যিই বিরল ঘটনা। শহীদদের সম্মানিত করে তিনি ও তার দল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।©
-মোঃ ফরহাদ আলম, সংবাদকর্মী।